সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী বিপাশার নামীয় পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। এ নিয়ে বিব্রত ও বিস্মিত বিপাশা। তিনি বলেছেন, ফেসবুক ব্যবহার করেন না তিনি। তাই এসবের দায়ভার তিনি বহন করবেন না। ইনস্টাগ্রাম ব্যবহার করেন তিনি। আর কেবলমাত্র সেখানেই তার ভাবনা ও কর্ম শেয়ার করে থাকেন।
শনিবার (১০ আগস্ট) বিপাশা হায়াত নামের ফেসবুক পেজ থেকে পোস্ট আসার পরে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি জানান বিপাশা নিজেই।
বিপাশা হায়াত বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজসেবামূলক একটি আয়োজনে অংশ নিতে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি বলেন, ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেওয়া হচ্ছে, আদতে সেটি আমি নই।
এসবের কিছুই বিপাশার জানা নেই উল্লেখ করে ইনস্টাগ্রামে এ অভিনেত্রী লেখেন, এসবের কী উদ্দেশ্য, তা-ও আমার বোধগম্য নয়। আমার নামে অসত্য ফেসবুক কে ব্যবহার করছে, তা আমি জানি না। এটা কার রাজনৈতিক দর্শন, তা-ও আমার জানা নেই। আমার নামে কোনো ফেসবুক পেজ নেই। এসব নেতিবাচক প্রচারণার দায় আমার নয়।
বিডি২৪অনলাইন/ই/এমকে