দেশে সংখ্যালঘুদের গায়ে যেন হাত না পড়ে, সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বলেছেন, এটা প্রতিটি নাগরিকের কর্তব্য মাইনোরিটিদের (সংখ্যালঘুদের) রক্ষা করা। মেজরিটি রিলিজিয়নদের এটা পবিত্র কর্তব্য। এটা না করে মসজিদে সারাক্ষণ নামাজ পড়লেও সেটার জবাব দিতে হবে।
এম সাখাওয়াত হোসেন বলেন, চাঁদাবাজি করলে যে পার্টিই হোক তাদের বারবার বলছি, চাঁদাবাজি করবেন না। মানুষের দুর্ভোগ বাড়াবেন না। তিনি বলেন, যে পার্টিই হোক চাঁদাবাজি করলে জনগণকে বলবো- পিটিয়ে ওখানেই ধরে রাখতে। যা করা লাগে, আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসতে হবে। এভাবে দেশ চলতে পারে না।
চাঁদাবাজির বিষয়ে তিরস্কার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দেশ আমরা কাউকে লিজ দিতে পারি না। আজ বাচ্চা বাচ্চা ছেলেরা আপনাদের জন্য একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা লাগে না? তাদের রক্তের ওপর দিয়ে রাজনীতি আর চাঁদাবাজি করেন।
রাজনৈতিক দলগুলোকে তাদের লোকজন সামলানোর আহ্বান জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আমি ওয়ার্নিং দিচ্ছি- প্লিজ ডোন্ট ডু ইট। রাজনৈতিক দলগুলোকে বলছি, আপনাদের লোক সামলান। না হলে চোখের সামনে দেখেছেন তো, উপর থেকে পড়তে বেশি সময় লাগে না।
বিডি২৪অনলাইন/এন/এমকে