মন্তব্য
নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,অগ্নি সংযোগ ও সহিংসতা প্রতিরোধে “সম্প্রতি রক্ষা কমিটি” গঠন করা হয়েছে। শনিবার (১০ আগষ্ট) রাতে শহরের চাঁচকৈড় বাজারে আলোচনার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
কমিটিতে হাসানকে সভাপতি ও শুভ্র সাহা শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহবায়ক সময় হাসান। এ সময় স্থানীয় বাসিন্দা দেবু ঘোষ, বুদ্ধ দেব সরকার, মঞ্জয় ঘোষ, আপেল মাহমুদ, শামিম আহম্মেদ, সুজাউদ্দৌলা সুজন, মো. সেলিম, মাসুদ তালুকদার, ইয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে