দেশের রাজনীতির অবস্থা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে রাজনীতি হয়ে গেছে চাটুকারদের রাজনীতি। কোনো রাজনীতিবিদ তৈরি করিনি আমরা। এমন চাটুকার তৈরি করেছি- মানুষ মরে যাওয়ার পরও বলছে, সব ঠিক আছে। এ রকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না।
রোববার (১১ আগস্ট) ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন। দেশের রাজনীতি থেকে চাটুকারদের বাদ দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট উপদেষ্টা। বলেন, আপনারা অনুধাবন করেন, চাটুকার বাদ দেন।
দেশের গণমাধ্যমও চাটুকারিতা করেছে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা সত্য ঘটনা তুলে ধরেননি। সত্য ঘটনা তুলে ধরলে পুলিশের এ অবস্থা হতো না। তিনি বলেন, যখন গণমাধ্যম সত্য বলে না, মিথ্যা তথ্য প্রকাশ করে- তখন একটা দেশ ডোবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা রাষ্ট্রের রাজনীতি এভাবে হয় না। একজনের ইচ্ছেমতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যা–ই হোক, যার অবদানই থাক। এ রাষ্ট্র কারও ব্যক্তিগত বা কারও ফ্যামিলির পরিবারের সম্পত্তি না। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই। কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে, ত্রিশ লাখ লোক জীবন দিয়ে রাষ্ট্র স্বাধীন করেছে।
এম সাখাওয়াত হোসেন বলেন, আমি চেষ্টা করব, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যাতে থাকে। সে অনুযায়ী দল চালাতে পারলে চালাবেন, নয়তো বন্ধ করে দেবেন।
ছাত্র-জনতার ওপর গুলি চালানোর হুকুমদাতাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন সাখাওয়াত হোসেন। বলেন- আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে। হুকুমদাতাদের বেশি ধরা হবে। খুঁজে বের করা হবে কার ভূমিকা কী ছিল।
বিডি২৪অনলাইন/এন/এমকে