মন্তব্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কারফিউ জারি করার পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। টানা ২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।
রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে এক ক্ষুদে বার্তায় ট্রেন চলাচলের বিষয়টি জানিয়েছে। ক্ষুদে বার্তায় আরও বলা হয়, ১২ আগস্ট থেকে মালবাহী ও ১৩ আগস্ট থেকে মেইল-লোকাল-কমিউটার ট্রেন চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট ১২ আগস্ট বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে