আ.লীগের লোকজনই মন্দির, দোকানপাট ও বাসা-বাড়িতে হামলা চালাচ্ছে- বিএনপি নেতা প্রিন্স

শেরপুর প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৪

শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের লোকজন দেশের বিভিন্ন স্থানে মন্দিরসহ হিন্দুদের দোকানপাট বাসা-বাড়িতে হামলা চালাচ্ছে সেই সঙ্গে এসব অপকর্মের দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ বিএনপি কখনোই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না।

শনিবার (১১ আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি' কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির এ নেতা জানান, ইতোমধ্যে পুরো দেশে বিএনপি নেতাকর্মীদের দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মন্দির বাসা-বাড়ি দোকানপাট রক্ষার জন্য পাহারা বসিয়েছি। অপরাধের সাথে বিএনপির কেউ জড়িয়ে পড়লে চিরতরে তাকে বহিস্কার করা হবে বলেও জানান তিনি।

এদিকে এদিনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স জেলা বিএনপির পক্ষ থেকে আন্দোলনে আহত নেতাকর্মী, শিক্ষার্থী সাধারণ মানুষের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। সন্ধ্যায় তিনি শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এক কর্মী সমাবেশে যোগ দেন। সেখানেও আন্দোলনে আহত বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করেন।

সময় তার সাথে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল,সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, মামুনুর রশিদ পলাশ, ফজলুল হক তারা, এস এম শহিদুল ইসলাম, আবু রায়হান রুপন, রমজান আলী,কামরুল হাসান, নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ দলেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/রাকিবুল আউয়াল পাপুল/সি/এমকে


মন্তব্য
জেলার খবর