দায়িত্ব গ্রহণের পর অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম কার্যদিবস ছিল রোববার। এদিন বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলসহ ৭ ধরণের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে আহত সবার তালিকা অতি দ্রুত করে তাদের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বহন করা হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া দেবে।
আন্দোলনে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হবে। অবিলম্বে এ বিষয়ে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন।
দেশে অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা নিয়েও সিদ্ধান্ত হয়েছে এদিনে। এসব ঘটনা প্রতিহত করতে জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই আলোচনায় বসবেন। এছাড়া আগামী ১৭ আগস্ট থেকে মেট্রোরেল পুনরায় চালু করা হবে বলেও জানা গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে