পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদশ দল ঘোষণা করা হয়েছে। ১৬ সদস্যের এ দলে আছে তারকা ক্রিকেটা সাবিক আল হাসান। প্রথম টেস্টে খেলবেন না পেসার তাসকিন আহমেদ, তাকে দ্বিতীয় টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বিসিবির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রোববার সন্ধায় এ দল ঘোষণা দেওয়া হয় । দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা ভালো ভারসাম্যপূর্ণ দল। মুশফিকুর রহিম, মমিনুল হক এবং সাকিব আল হাসান -এ ধরনের অভিজ্ঞতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।
এদিকে এ সিরিজ খেলতে সোমবার (১২ আগস্ট) ঢাকা ত্যাগ করবে টাইগাররা। রাওয়ালপিন্ডি ২১ আগস্ট প্রথম টেস্ট আর দ্বিতীয় ও শেষ টেস্টে করাচিতে ৩০ আগস্ট শুরু হবে । এর আগে ১৪ থেকে ১৬ আগস্ট গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা।
বিডি২৪অনলাইন/এস/এমকে