রাশিয়ার অভ্যন্তরে ৩০ কিলোমিটার পর্যন্ত ইউক্রেনীয় সৈন্যরা অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর থেকে এটাই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ।
সপ্তাহখানেক আগে রাশিয়ার কুরস্ক শহরে প্রবেশ করে ইউক্রেনীয় সেনারা। সীমান্তবর্তী এ অঞ্চলটিতে ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করতে দেখা গেছে তাদের। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, টোলপিনো এবং ওবশচি কোলোদেজ এলাকায় ইউক্রেনীয় সেনাদের মুখোমুখি হয়েছে তাদের বাহিনী। অন্যদিকে কুরস্ক অঞ্চলে ষষ্ঠ দিনে গড়িয়েছে ইউক্রেনের আক্রমণ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রাতে দেওয়া ভাষণে সরাসরি রাশিয়ায় হামলার কথা স্বীকার করছেন। যদিও পরে তিনি বলেন, চলতি গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক থেকে ২ হাজার আন্তঃসীমান্ত আক্রমণ চালানো হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সাঁজোয়া যানসহ শত্রুদের রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেছে তাদের বাহিনী। কিন্তু স্পষ্ট স্বীকারোক্তিতে ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে অগ্রসর হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বলছে, টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে লড়াইয়ে নিযুক্ত রয়েছে রুশ সেনারা। বিবিসির যাচাইকৃত ভিডিও ফুটেজগুলোতেও সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে লেভশিঙ্কা গ্রামের কাছে রাশিয়ান হামলা হতে দেখা যায়।
অন্যদিকে কুরস্ক অঞ্চলে বেশ কিছু বসতি ইউক্রেনের সেনারা দখলে নিয়েছে। রাশিয়ার গুয়েভোতে গ্রামে সৈন্যরা একটি প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকা অপসারণের ছবি সামনে এনেছে তারা।
বিডি২৪অনলাইন/আই/এমকে