কয়েকদিনের কর্মবিরতি কর্মসূচি পালনে শেষে কাজে ফিরেছে পুলিশ। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে থানায়। সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার থানাতেও আইনি সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এদিকে পুলিশকে সহযোগিতা করতে মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় টহল শুরু করেছে পুলিশ। সড়কে যানজট নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ট্রাফিক বিভাগ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, পুলিশ আবারও মাঠে নামার পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সেনাবাহিনীর কর্পোরেট শাখার সোহেল রানা জানান, জনমনে আতঙ্ক দূর করতে পুলিশের সাথে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পুলিশের সাথে থাকবে সেনাবাহিনী।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম আপেল/সি/এমকে