১৫ আগস্টের ছুটির বিষয়ে কেবিনেটে আলোচনা করবো- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৪

আগামী ১৫ আগস্ট ছুটির বিষয়ে কেবিনেট সিদ্ধান্ত দেবেন বলেন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বলেছেন, এটার বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারব না আমি। এটা কেবিনেটের কাজ, কেবিনেটে ওটা আলোচনা করব।

সোমবার (১১ আগস্ট) ঢাকায় সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতারা তার সঙ্গে বৈঠকের সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

আওয়ামী লীগ এক সময় সেকুলারপন্থি দল ছিল, মিডল ক্লাসের উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন- মুসলিম লীগ যখন ছিল, সেটি ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল... যিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না।সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে...লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়।

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার মন্তব্য করেন সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয়।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে উপদেষ্ট বলেন, আপনি একে দিয়ে তাকে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসছি, আমি যাব, আপনি আসবেন... এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, আপনাকে তো কেউ যেতে বলেনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে ইঙ্গিত করে আরও বলেন, স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। কিন্তু, গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে লাভ হবে না। বরং জনগণ আরও ক্ষেপে উঠবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর