বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পঞ্চগেড়ে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সে অবস্থার উন্নতি হয়েছে। এখন স্বাভাবিক চলছে এ স্থলবন্দরের কার্যক্রম।
সোমবার বাংলাবান্ধা পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এখন প্রতিদিন প্রায় ৩০০-৩৫০ ট্রাকে আমদানি হচ্ছে পাথর, সুগারক্যান ও ৪০-৫০ ট্রাকে রপ্তানি হচ্ছে জুট, গ্লাসসিট, ঔষধসহ বিভিন্ন মালামাল। আমদানি-রপ্তানি আরো বাড়বে বলে আশা করছেন তিনি।
পোর্টের শ্রমিকরা জানান, আমদানি-রপ্তানি হচ্ছে। তবে আরেকটু বাড়লে আমাদের জন্য ভাল হয়।
জানা যায়, আন্দোলনের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি ৫-৬ আগস্ট বন্ধ থাকে। ৭ আগস্ট বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এদিন ১৪৫ টি, বুধবার ৩৩০, বৃহস্পতিবার ৩১২ ও শনিবার ২৬৯ টি ট্রাকে পণ্য আমদানি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন,পরিস্থিতি এখন স্বাভাবিক। আমদানি-রপ্তানি চলমান আছে। তবে ব্যাংক কার্যক্রমে একটু জটিলতা থাকায় ব্যবসায়ীদের এলসি করতে সময় লাগছে। আগামী সপ্তাহে আরো বেশি আমদানি-রপ্তানি বাড়বে বলেও জানান এ কর্মকর্তা।
ভারত থেকে আসা ট্রাক চালক রঞ্জন রায় জানান, সকালে গাড়ীতে পাথর নিয়ে এসেছি ।আনলোড শেষ হলে চলে যাবো। বাংলাদেশী ট্রাক চালক জাবেদ আলী ও তরিকুল ইসলাম বলেন, ট্রাকে জুট কাপড় নিয়ে ভারতে যাচ্ছি। বিকালে ফিরতে পারবো বলে আশা করছি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে