স্থবিরতা কাটিয়ে এখন স্বাভাবিক বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

পঞ্চগড় প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পঞ্চগেড়ে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সে অবস্থার উন্নতি হয়েছে। এখন স্বাভাবিক চলছে স্থলবন্দরের কার্যক্রম।

সোমবার  বাংলাবান্ধা পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এখন প্রতিদিন প্রায় ৩০০-৩৫০ ট্রাকে আমদানি হচ্ছে পাথর, সুগারক্যান ৪০-৫০ ট্রাকে রপ্তানি হচ্ছে জুট, গ্লাসসিট, ঔষধসহ বিভিন্ন মালামাল। আমদানি-রপ্তানি আরো বাড়বে বলে আশা করছেন তিনি।

পোর্টের শ্রমিকরা জানান, আমদানি-রপ্তানি হচ্ছে। তবে আরেকটু বাড়লে আমাদের জন্য ভাল হয়।

জানা যায়, আন্দোলনের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি ৫- আগস্ট বন্ধ থাকে।   আগস্ট বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এদিন ১৪৫ টি, বুধবার ৩৩০, বৃহস্পতিবার ৩১২ শনিবার ২৬৯ টি ট্রাকে পণ্য আমদানি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন,পরিস্থিতি এখন স্বাভাবিক। আমদানি-রপ্তানি চলমান আছে। তবে ব্যাংক কার্যক্রমে একটু জটিলতা থাকায় ব্যবসায়ীদের এলসি করতে সময় লাগছে। আগামী সপ্তাহে আরো বেশি আমদানি-রপ্তানি বাড়বে বলেও জানান কর্মকর্তা।

ভারত থেকে আসা ট্রাক চালক রঞ্জন রায় জানান, সকালে গাড়ীতে পাথর নিয়ে এসেছি ।আনলোড শেষ হলে চলে যাবো। বাংলাদেশী ট্রাক চালক জাবেদ আলী তরিকুল ইসলাম বলেন, ট্রাকে জুট কাপড় নিয়ে ভারতে যাচ্ছি। বিকালে ফিরতে পারবো বলে আশা করছি।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর