সাতক্ষীরায় ঘুমন্ত স্বামীকে গলাকেটে হত্যা করেছে স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে নিজের স্বামীকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে খাদিজা নামের এক মহিলা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনের শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এ হত্যাকান্ড ঘটে। খাদিজা ওই গ্রামের হোসাইন মালির স্ত্রী।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটে। স্বামীকে হত্যার পরে পালিয়ে যাওয়ার জন্য ভোরে খাদিজা স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হতে বাসে খুলনা যাচ্ছিল। পথে তার কথাবার্তা আচরণ অস্বাভাবিক মনে হলে বাসের সুপারভাইজার খুলনায় পৌছানোর পর  তাকে সেখানকার বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে তাকে হস্তান্তর করে। পরে ছাত্র সমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করে। এরপর তাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করে তারা।

 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিত দাশ  জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপপরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর