পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে, ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৪

সারাদেশে আজও ভারী বর্ষণের সম্ভাবনা

আগামী পাঁচদিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মধ্যে দেশের বেশ কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে, সময়ে দিন রাতের তাপমাত্রা কমতে পারে। সোমবার (১২ আগস্ট)  আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিভাগগুলোর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টি হতে পারে  রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ বিভাগে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমন বৃষ্টিপাতের আভাস রয়েছে  এবং ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায়। এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে  রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায়। এ ২৪ ঘণ্টাতেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর