শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত দেশের ৯০ শতাংশের ওপরে থানাগুলো কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আরও বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনা সদস্যরা ব্যারাকে ফেরত যাবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক।
সোমবার (১২ আগস্ট) খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
সেনাপ্রধান জানান, ডাকাতির ঘটনার খবরগুলোর ৮০ শতাংশ আতঙ্ক, ২০ শতাংশ সত্য। মানুষের মধ্যে হানাহানির এ জিনিসটা আস্তে আস্তে কমে আসছে।
পুলিশকে সংগঠিত করে ফেলা হয়েছে উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান- যারা যতো অপকর্ম করেছে, তার জন্য আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। পুলিশ সংগঠিত হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, সবাই মিলে এসব জিনিস আমরা প্রতিহত করতে পারব। সবাই মিলে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব।
রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, সবাই যদি আমাদের সাহায্য করে তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হব আমরা। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। চলেন, আমরা সেই উদ্দেশ্যে কাজ করি এবং দেশকে সুশৃঙ্খল শান্তির পথে নিয়ে যাই।
বিডি২৪অনলাইন/এন/এমকে