শেখ হাসিনা বিরুদ্ধে হত্যা মামলা রুজু করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৪

ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে আবু সায়েদ নামের এক দোকান মালিকের মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম আদালতে মঙ্গলবার (১৩ আগস্ট) আবু সায়েদের শুভাকাঙ্ক্ষী এস এম আমীর হামজা মামলাটির আর্জি করলে আদালত  শুনানির পর এ আদেশ দেন।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে আবু সায়েদ নিহন হন। মামলার  নামীয় বাকি আসামিদের মধ্যে রয়েছেনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়াও অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের  আসামি করা হয়েছে।

দণ্ডবিধির ৩০২ ধারায় এ মামলা আদালত আমলে নেওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করতে ঢাকার মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে ।

এজাহারে হামজা উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে আবু সাঈদ নিহত হন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর