লুটপাটের রাজত্ব কায়েম হয়নি এমন কোনও ক্ষেত্র নেই: ন্যাপ

২০ জানুয়ারী ২০২২

লুটপাটের রাজত্ব কায়েম হয়নি- এমন কোনও ক্ষেত্র আজ দেশে নেই বলে মনে করছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। বলেছেন, এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে, দেশের সর্বত্র মহামারির মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। শহীদ আসাদ দিবস উপলক্ষে রাজধানীতে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ন্যাপ মহাসচিব বলেন, শহীদ আসাদের প্রদর্শিত পথে লুটপাটের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। এ সময়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন  তিনি। বলেন, কিছু ব্যবসায়ীকে সুবিধা দিতে, জনগণের কাঁধে এ বোঝা চাপিয়ে দেওয়া জনস্বার্থ বিরোধী।

এ সময় উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. মহসিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর