২ কিলোমিটার রাস্তাজুড়ে চিঠি

২৭ মার্চ ২০২১

প্রেমিকাকে সারপ্রাইজ দিতে প্রায় ২ কিলোমিটার রাস্তাজুড়ে প্রেমপত্র লিখেছে প্রেমিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলহাপুরে।

রাস্তাজুড়ে বিভিন্নভাবে প্রেমের দৃঢ়তা বোঝাতে নানা কথা লেখা রয়েছে। যার মধ্যে রয়েছে ‘I Love You’ এবং ‘I Miss You’, ‘I miss you. জিন্দেগিকে সাথ, জিন্দেগাকে বাদ ভি,।

এমন আরো অনেক কিছুই লেখা রয়েছে রাস্তাজুড়ে।

জি নিউজ


মন্তব্য
জেলার খবর