নকলায় দুই শতাধিখ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৪

শেরপুরের নকলায় প্রাথমিক স্তরের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া দুই শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় চারা রোপণ করা হয়েছে।  আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ চারা বিতরণ ও রোপণ করা হয়।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম জালালপুর ফোরকানিয়া মকতব মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  করা হয়। এ দুটি প্রতিষ্ঠানের আঙিনাতেই চারা রোপণ করা হয়।

এদিকে চারা বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিনর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী, নকলা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন,   সাবেক কাউন্সিলর হাবুল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর