শেরপুরের নকলায় প্রাথমিক স্তরের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া দুই শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় চারা রোপণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ চারা বিতরণ ও রোপণ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মকতব মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ দুটি প্রতিষ্ঠানের আঙিনাতেই চারা রোপণ করা হয়।
এদিকে চারা বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিনর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী, নকলা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, সাবেক কাউন্সিলর হাবুল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে