সাবেক আইনমন্ত্রী আনিসুল ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সদ্য উৎখাত হওয়া শেখ হাসিনা সরকারের  আইনমন্ত্রী আনিসুল হক  শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।  

নিউমার্কেট থানার একটি মামলায় মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত আগস্ট বাধ্য হয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওই দিনেই ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর  শেখ হাসিনা সরকারের মন্ত্রী- প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর