পুলিশকে দানব বানানো হয়েছে, যারা বানিয়েছে তাদের বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৪

পুলিশকে দানব বানানো হয়েছে বলে জানিয়েছেন  অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বলেছেন, যারা এটি করেছে, তাদের অবশ্যই বিচার হবে। একটু সবুর করেন।  

মঙ্গলবার (১৩ আগস্ট)  রাজধানী ঢাকায় বিজিবি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে। এগুলো টপাটপ করা যায় না, ধৈর্য ধরতে হবে।

ছাত্র আন্দোলনের ঘটনায় পুলিশ খুবই অনুতপ্ত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আমি এখানে (পিলখানা) আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে।  এসময় গতকালের নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এম সাখাওয়াত হোসেন। জানান, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি, সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য দুঃখিত আমি।

ভবিষ্যতে পুলিশ সদস্যরা  যেন মানবিক পুলিশ হয়, সেজন্য পুলিশ কমিশন গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে। পুলিশ সদস্যরাও বলেছেন, পুলিশ কমিশনের অধীনে থাকতে চায়। রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না- যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর