ডোমারে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৪

নীলফামারীর ডোমারে হিন্দু ধর্মাবলম্বী সব পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা জামায়েতে ইসলামীর নেতারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে ডোমার কলেজপাড়ার গোবন্দ মন্দিরে এ মতবিনিময় সভা হয়। সাম্প্রতিক পরিস্থিতি সামনে রেখে ধর্মীয় বিভেদ নয় শান্তির লক্ষ্যে  এ সভা ডাকা হয়।

হিন্দু সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,  উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক, প্রকৌশলী অরুপ কুমার কুন্ডু, হিন্দু সম্প্রদায়ের সহসমন্বয়ক শেখর চন্দ্র সাহা, শ্রী নিখিল চন্দ্র সাহা,  জগবন্ধু রায়, যুগ্ম সমন্বয়ক উজ্জ্বল কাঞ্জিলাল, শ্রী তপু রায়, তাপস কুমার অধিকারী প্রমুখ।

হিন্দু সম্প্রদায়ের বক্তরা বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমাদের ভুল ধারণা দিয়ে আসছে। আমরা দেখেছি, লুটপাটের সঙ্গে জামায়াত-শিবিরের কেউ জড়িত নয়। দীর্ঘদিন ধরে আমরা হিন্দু-মুসলিম একত্রে বসবাস করে আসছি। আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। জামায়াতে ইসলামী সম্পর্কে ভুল ধারনাগুলো আজ থেকে দূর হয়ে গেলো।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,  অনেকে অপকর্ম করে সেগুলো জামায়াতে ইসলামীর ঘাড়ে দোষ চাপাতে চাচ্ছেন।  এ দেশে যারা জন্মগ্রহন করেছেন, তারা কেউই সংখ্যালঘু নয়। তারা দেশের নাগরিক। জামায়াতে ইসলামী সব সময় তাদের পাশে রয়েছে।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর