বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালনা পর্ষদের পুরো কমিটির পদত্যাগ করার দাবি উঠেছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) মিরপুর শেরে-বাংলা জাতয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে এ দাবি করা হয়। এ কর্মসূচিতে প্রায় হাজারখানেক মানুষ অংশ নেন।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাবেক ফুটবলার আমিনুল হক,বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল উপস্থিত ছিলেন।
আমিনুল হক বলেন, আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ, বিসিবি এবং ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ফেডারেশনগুলোতে আওয়ামী স্বৈরাচারি সরকার রাজনীতিকরণ এবং দলীয়করণ করে দেশের স্পোর্টসকে ধ্বংস করে দিয়েছে। ক্রিকেট বোর্ডে যারা রয়েছে সবাই আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মা। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরর উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এস/এমকে