নোজ অনলি মাস্ক

২৭ মার্চ ২০২১

এবার মেক্সিকোর গবেষকরা এমন একটি মাস্ক তৈরি করেছেন, যাতে খাওয়াদাওয়ায় কোনো সমস্যা হবে না। পাশাপাশি এটা করোনার হাত থেকেও কিছুটা রক্ষা করবে। এই মাস্কের নাম দেওয়া হয়েছে ‘নোজ অনলি মাস্ক’।

মেক্সিকোর গবেষকরা অনেক গবেষণার পর এই মাস্ক তৈরি করেছেন। এই মাস্ক নাক পুরোপুরি ঢেকে রাখে। যদিও এই মাস্কে করোনা থেকে কতটা রক্ষা পাওয়া যায়, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই মাস্ক ব্যবহার করলে মুখ খোলা থাকবে। তবে চাইলে এই মাস্ক পরে, এর ওপরে আরেকটি সাধারণ মাস্ক পরা যেতে পারে।

 কলকাতা ২৪ ও রয়টার্স


মন্তব্য
জেলার খবর