সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা জাতিসংঘের নেতৃত্বে তদন্ত শুরু করা হবে। এ জন্য সংস্থাটির একটি বিশেষজ্ঞ দল শিগগিরই বাংলাদেশে আসবে। অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কে ফোনালাপ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিষয়টি জানান টুর্ক। পরে ফোনালাপের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।
বিভিন্ন গণমাধ্যমের হিসাবে এ আন্দোলনে ৪শতাধিক মানুষ নিহত হয়েছেন। তবে ছাত্র আন্দোলনের মুখে উৎখাত হওয়া শেখ হাসিনার সরকার এ সংখ্যাকে দেড়শর আশপাশে বলে দাবি করেছিল।
এদিকে টেলিফোনে আলাপকালে দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন ড.ইউনূস। তিনি বলেছেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার রক্ষা। প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে অন্তর্বর্তীকালীন সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করছে জাতিসংঘ। এ জন্য ফলকার টুর্ক এবং দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন ড. ইউনূস।
বিডি২৪অনলাইন/এন/এমকে