মন্তব্য
‘থালাইভি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনন্য লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা। গায়ে কাঞ্জিভরম জড়িয়ে ভারতীয় রমণীর বেশে ধরা দিলেন ‘কুইন’।
বলিউড কুইনকে এদিন কালো এবং এপ্রিকোট রঙা কাঞ্জিভরমে দেখা যায়। কালো ব্লাউজের সঙ্গে সোনালি জরির কাজ করা কাঞ্জিভরমে ঝলমলিয়ে উঠেছিলেন তিনি।
ভারতীয় মুদ্রায় এই শাড়ির দাম প্রায় ৫৮,০০০ রুপি, যার বাংলাদেশি মূল্যমান প্রায় ৭০ হাজার টাকা।
হিন্দুস্তান