আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজে টেস্ট ভেন্যু ঠিক থাকলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভেন্যু পরিবর্তনের কারণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। বলছে, ধর্মশালা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কার কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পাল্টানো হয়েছে।
ধর্মশালার পরিবর্তে টি-টোয়েন্টির প্রথম ম্যাচ হবে নবনির্মিত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। গোয়ালিয়রে এ স্টেডিয়ামে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
এদিকে, ভেন্যু পাল্টালেও ম্যাচের তারিখ পরিবর্তন হচ্ছে না। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে। বাকি দুই হবে ম্যাচ দিল্লি ও হায়দরাবাদে। টি-টোয়েন্টি সিরিজের আগে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দেশ।
বিডি২৪অনলাইন/এস/এমকে