আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঢাকায় ধানমন্ডির-৩২ বাড়িতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। সেনাবাহিনীর কিছু বিপথগামী সৈনিকের বুলেটে বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও রেহানা বাদে তাঁর পরিবারের সবাই নিহত হন।
ঘাতকদের বুলেটে প্রাণ হারানোর তালিকায় আছে-বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগ্নে আরিফ, ভাগ্নি বেবি, ভাগ্নে শেখ ফজলুল হক মণি, ভাগ্নের অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৭ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। এ কারণে তারা বেঁচে যান। স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে জার্মানিতে সন্তানসহ অবস্থান করছিলেন শেখ হাসিনা। শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে