পঞ্চগড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে ছোট ছোট মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসে বিএনপির নেতাকর্মীরা। এরপর সেখান থেকে  বড় আকারে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে শেষ হয়।

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে বিএনপির কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পঞ্চগড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহবায়ক শফিউল বারী রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে একই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জজ কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের করে। তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর