অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন করে ৫ উপদেষ্টা নিযুক্ত করা হবে। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে মোট ২২ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল শুক্রবার নতুন করে ৫ জন উপদেষ্টা দায়িত্ব নিতে পারেন। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) বিকালে ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা এ সময উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। এরপর রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। পরে রাষ্ট্র পরিচালনায় নোবলজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে