বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারমপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ধারাবারিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১৫ আগষ্ঠ) বিকালে উপজেলার নয়াবাজার বিশ্বরোড মোড়ে এ সভা হয়।
ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাব্বির হোসেন চপল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল সরকার,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত হয়।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে