অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে দেশের সব থানায়। ঢাকায় পুলিশ সদরদপ্তর থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, দেশের সর্বমোট ৬৩৯টি থানা রয়েছে।এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানা রয়েছে। এ ছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানা রয়েছে। সবগুলো থানাতেই অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গেল ৫ আগস্ট বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এদিকে তার পদত্যাগের পর নানা জায়গায় থানায় হামলার খবর পাওয়া যায়, এমনকি বিক্ষুপ্ত জনতার হামলায় এক থানায় ১৩ পুলিশ নিহত হয়। এ অবস্থায় পুলিশের অধিকাংশ কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। এর পর পুলিশে ব্যাপক রদবদলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে উদ্যোগ নেন নতুন আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এন/এমকে