মেট্রোরেল শনিবার চালু হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
১৫ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় ঢাকায় মেট্রোরেল। এরপর থেকেই বন্ধ থাকা এ ট্রেন আগামী শনিবার থেকে (১৭ আগস্ট) চলাচল করার কথা ছিল।  কিন্তু অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। তাই আগামী শনিবার চালু হচ্ছে না এ ট্রেন পরিষেবা।

শনিবার (১৭ আগস্ট) চালু করতে না পারার বিষয়টি বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ডিএমটিসিএল আওতায় পরিচালনা রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন- এর মেট্রো ট্রেন চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাতদিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা প্রদান করলেও অনিবার্য কারণবশত  সেই পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। এজন্য ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর