শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে নতুন বাংলাদেশের স্বপ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৪

দিন আগেও যেসব দেয়ালে শোভা পাচ্ছিলো ঘৃনা আর ক্ষোভের বর্হিপ্রকাশ, সেসব দেয়াল নতুন বাংলাদেশের স্বপ্নের রঙে  এখন রঙিন। সরকার পতনের পর জরাজীর্ণ পুরনো দেয়ালে থাকা আগের লেখা মুছে রং-তুলিতে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশকে আঁকছেন শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে শহরকে রঙিন নান্দনিক করে গড়ে তুলতে এমন শিল্পকর্ম আঁকছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নাটোরের গুরুদাসপুর থানা, স্কুল কলেজের প্রাচীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। আর এতেই  বদলে গেছে গুরুদাসপুরের দেয়ালের চিত্র। শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে দেয়াল দেয়ালে উৎসাহমূলক নানা চিত্র, ছাত্র আন্দোলনের নানা শ্লোগান, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনের আহবান পথচারীসহ সাধারণ মানুষের নজর কাড়ছে। তিন দিন ধরে ওই লিখন-গ্রাফিতি আঁকার কাজ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

তানভির, রাহুল, শ্রাবন, রাশেদ, মিম, নওরিন, শাহরিয়ার, রিজভীসহ অন্তত ২৫ জন তরুন শিক্ষার্থীর কেউ দেয়াল ঘোষে মেজে পরিস্কার,কেউ প্রাথমিক অঙ্কন, কেউ রঙের মিশ্রন,কেউবা তুলির আঁচড়ে মনের কথা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছেন।

শিক্ষার্থীরা জানান, এই দেশ ,এই শহর আমাদের। বিবর্ণ দেয়ালে আমরা আগামীর স্বপ্ন আঁকছি। সবাই মিলে সুন্দর সমাজ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজেদের অর্থায়নে স্বেচ্ছায় শহীদ শিক্ষার্থীদের প্রতিকৃতি, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণ এবং দেশপ্রেমের বাণী দেয়ালে ফুটিয়ে তুলছেন বলে জানান তারা।

চলনবিল প্রেসক্লারের সভাপদি সিনিয়র সাংবাদিক এমএম আলী আক্কাছ বলেন, গ্রাফিতির মাধ্যমে উদ্যোমী শিক্ষার্থীরা গুরুদাসপুরের দেয়ালগুলো দৃষ্টিনন্দন করার পাশাপাশি তাদের চিন্তাচেতনা স্বপ্নকে আঁকছেন। রং-তুলির আঁচড়ে শুধু দেয়াল নয়, তাদের আহবানে আমাদেরও বদলে যেতে হবে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর