৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৪

সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮দিন মঞ্জুর করেন।

 শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে  তাকে আদালতে হাজিরসহ ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এদিকে আদালতে রিমান্ড শুনানিকালে আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল আহসান। তিনি বলেন, এ আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ।

শুনানিতে রিমান্ডের পক্ষে মোহাম্মদ উল্লাহ্ খান জুয়েল নামে এক আইনজীবী আদালতে বলেন,  আয়নাঘরের মূল কারিগর এ আসামি। দেশে যত গুম খুন, এর নেপথ্যের মাস্টারমাইন্ড মেজর জিয়া। এ সময় মেজর জিয়া আদালতে বলেন, আমি অসুস্থ, আমার হার্টের ৭৯ শতাংশ ব্লক। আমাকে নিয়মিত মেডিসিন নিতে হয়।

বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে  জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা গুমের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর