গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য পঞ্চগড়েবিএনপির দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৪

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু সুস্থতা এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে মিলাদ দোয়া মাহফিল  হয়েছে। পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (১৬ আগস্ট) দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল হয়।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, এ্যাড. আদম সুফি, এমএ মজিদ, সাবেক এমপি এ্যাড. রিনা পারভীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলীসহ জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। পঞ্চগড় পৌর ওলামা দলের আহ্বায়ক মুফতি মহিবুল ইসলাম দোয়া পরিবেশন করেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর