মন্তব্য
২১ আগষ্ট রাওয়ালপিন্ডিতে প্রথম এবং ৩০ আগষ্ট করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ সিরিজে ধারাভাষ্য হিসেবে থাকছেন বাংলাদেশের আতাহার আলী খান।
সম্প্রতি এ সিরিজের জন্য ধারাভাষ্যকার প্যানেল ও উপস্থাপকের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাঁচ সদস্যের এ প্যানেলে আতহার আলী খান রয়েছেন। ধারাভাষ্যকার প্যানেলের বাকি চারজন হলেন– আমির সোহেল, বায়জিদ খান, নিক কম্পটন এবং উরুজ মুমতাজ। পিসিবির ঘোষিত উপস্থাপক হলেন সিকান্দার বখত।
টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজে ১৬ সদস্যের টাইগার দলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, আছে সাকিব আল হাসান। এ দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।
বিডি২৪অনলাইন/এস/এমকে