মন্তব্য
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশজুড়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। নানা আয়োজনের এক পর্যায়ে দেশের নানা অঙ্গনের তারকারা মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পান৷
শুক্রবার দুপুরে মোদির সঙ্গে দেখা করে তাকে স্বাগত জানান অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, শারমিন সুলতানা সুমি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট তারকা ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও নারী ক্রিকেট দলের তারকারাও।
তারা মোদির সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন।