ছাত্র-জনতা কোনোভাবেই আপনাদের ছেড়ে দেবে না

নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৪

নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগে কর্মরতদের উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, প্রত্যেক হাসপাতালের পরিচালককে আমরা বলেছি- যদি আপনাদের সার্ভিসে কোনো দুর্বলতা থাকে, ট্রলিম্যান টাকা নেয়, পরীক্ষা-নিরীক্ষায় মানুষ নিগ্রহের শিকার হয় মানুষ, তাহলে কোনোভাবেই আপনাদের ছেড়ে দেবে না ছাত্র-জনতা।

শনিবার (১৭ আগস্ট)  ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন। আজ থেকে শুরু করে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন ডা. আহমেদুল কবীর।

পরিবর্তন আনতে উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বা বেসরকারি প্রত্যেক হাসপাতালেই একটি অভিযোগ বক্স খুলেছি। কেউ প্রতারিত হলে এখানে অভিযোগ জানাবেন এবং সেগুলোতে ২৪ ঘণ্টা দিন হেল্প ডেস্ক থাকবে। স্বাস্থ্য ব্যবস্থা রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।

এখন স্বাস্থ্যে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে উল্লেখ করে ডা. আহমেদুল কবীর বলেন, আমরা একটা কথা বলতে চাই, যে যেই জায়গায় আছেন সঠিকভাবে কাজ করুন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর