ব্যাংক থেকে ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না

নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৪

এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। নিরাপত্তার স্বার্থে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ এ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  তবে অন্য হিসেবে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর  বা ডিজিটাল লেনদেন করতে পারবেন।

শনিবার (১৭ আগস্ট) রাতে এক জরুরি বার্তায় সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর  বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। অর্থ যেন কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা এমন তথ্যই জানিয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর