পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছেন এলাকাবাসী। তাদের ভাষ্য, অনিয়ম দূর্নীতি,জমি দখল ও অর্থ আত্মসাত করেছেন চেয়ারম্যান। এসব ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা।
রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সিপাইপাড়া বাজার বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে বিক্ষোভ করেন বিক্ষুব্দ জনতা। এর আগে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। অভিযুক্ত চচেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
ভুক্তভোগী রানাসহ দুই নাবালক সহোদর জানায়, সিপাইপাড়া বাজারের পাশে তাদের বসতভিটা। মিলন চেয়ারম্যান জোর করে জমি দখলে নিয়ে মার্কেট নির্মাণ করে তাদের অন্যত্র বাড়ি করে দেয়। তারা বসতভিটা ফেরতসহ মিলন চেয়ারম্যানের বিচার দাবি করেন।
চতুরাগছের জাহাঙ্গীর আলম বলেন, আমার বাসায় চেয়ারম্যান পুলিশ দিয়ে রেড দেয়। কিন্তু বাসায় কিছু পায়নি। ১০মাস পর আমাকে মিথ্যা ইয়াবা মামলায় গ্রেফতার করায় সে। এছাড়াও আরো দুটি মিথ্যা মালমায় আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আমাকে মিলন চেয়ারম্যান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।
ভুক্তভোগী সাইদুল আলম বলেন, আমাকে রাজনৈতিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে মামলা থেকে নাম কেটে দেওয়ার কথা বলে সারে তিন লক্ষ টাকা দাবি করেন। আমি গরু ও জমি বিক্রি করে চেয়ারম্যানকে টাকা দিয়েছি। কিন্তু এ বিষয়ে কিছুই করেননি তিনি। সেই মামলায় আমি এক মাস জেল হাজতে থেকে জামিনে মুক্তি পাই।
সফিউল আলম,ওবায়দুল হক,আশরাফুল ইসলামসহ আরো অনেকে বলেন, চেয়ারম্যান যে হারে মানুষের ক্ষতি করেছে, এতে অতিষ্ঠ সবাই। দলীয় প্রভাবের কারণে ভয়ে কেউ কিছু বলতে পারেনি। অচিরেই এই চেয়ারম্যানের পদত্যাগের দাবী করছি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে