২০১ উপসচিবকে একদিনে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৪

২০১ জন উপসচিবকে একদিনে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র পাঠাবেন।

পদোন্নতিপ্রাপ্তরা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে। সেই তারিখ থেকে তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর