মন্তব্য
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান অপু ও পৌর মেয়র মো. শওকত উসমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্র জনতা।
রোববার (১৮ আগস্ট) কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ ঘেরাও করে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফু রহমান কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ, বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন, জায়েদুল, পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু, যুবদল নেতা শফিকুল ইসলাম ফুলু, ছাত্র সমন্বয়ক আরিফুল হক নওশাদ প্রমুখ।
বিডি২৪অনলাইন/মাহবুবুর রহমান/সি/এমকে