প্রথম টেস্ট থেকে ছিটক পড়লেন টাইগার ওপেনার মাহমুদুল

নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৪

 

পাকিস্তান সফরে বাংলাদেশ দলের হয়ে খেলার সময় দারুণ ছন্দে থাকা টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে পড়েছেন।  এ জন্য তাকে কমপক্ষে ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ২১ আগস্টে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

রোববার (১৮ আগষ্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এ চোট পড়ার বিষয়টি জানানো হয়েছে।  জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, পাকিস্তানবিপক্ষে চারদিনের ম্যাচে খেলার সময় ১৪ আগস্ট জয় ডান কুঁচকিতে ব্যথা পান। পরে এমআরআই করা হলে ইনজুরির বিষয়টি ধরা পড়ে।  ইতোমধ্যে জয় পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।

ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে উল্লেখ করে বায়জেদুল আরও বলেন, এ কারণে তাকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। তবে ৩০ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য তিনি ফিট হতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর