‘মীর জাফর চ্যাপ্টার টু’ সিনেমা থেকে বাদ পড়লেন ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৪

টালিউডের অর্কদীপ মল্লিকা নাথেরমীর জাফর চ্যাপ্টার টুসিনেমায় অভিনয় করার কথা ছিল জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদের। কিন্তু সিনেমার প্রযোজক রানা সরকার জানিয়েছেন, সিনেমায় কাজ করা হচ্ছে না ফেরদৌসের। তার জায়গায় বাংলাদেশের অভিনেতা জিয়াউল রোশান থাকতে পারেন।

চিত্রনায়ক ফেরদৌস আওয়ামী লীগের সমর্থন পেয়ে গত নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের বিষয়টি মাথায় রেখেই তাকে বাদ দেওয়া হচ্ছে।

প্রযোজক রানা সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয় করাব না, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে কারণেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। তাছাড়া গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করা হলেও ফেরদৌসের সাড়া পাওয়া যায়নি বলেও জানান তিনি।

গত বছরের শুরুর দিকে অভিনয়শিল্পীদের লুক প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় 'মীর জাফর চ্যাপ্টার টু' সিনেমার।  সিনেমাটির শ্যুটিং এখনও শুরু হয়নি। বিভিন্ন কারণে শ্যুটিং একটু দেরি হচ্ছে বলেও জানান প্রযোজক। তিনি বলেন, এটার শ্যুটিং হবে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। তাই সেখানে শ্যুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় আছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর