গাজা ভূখণ্ডে রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ১০০ জনে পৌঁছে গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামলার শুরু থেকে এখন পর্যন্ত ৯২ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। খবর বার্তাসংস্থা আনাদোলু।
রোববার নিহতদের প্রসঙ্গে খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছেন এবং দুজন আহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে এক শিশুসহ ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে রোববার ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসে স্থল আক্রমণ আরও সম্প্রসারিত করেছে। এদিনে শহরের পশ্চিম অংশে অবস্থিত হামাদ শহরে পৌঁছে গেছে তারা।
ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের হিসাবে ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে সেখানে। আর এমন পরিস্থিতির মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এ ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে