পঞ্চগড়ে শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা, সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৪

পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সদর উপজেলার হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। এতে একশিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। তারামাইনপোতা নামক এলাকায় হাড়িভাসা-পঞ্চগড় সড়ক অবরোধ করে। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, স্কুলের জমি নিয়ে স্থানীয় নওশের আলী নামক এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করাও হয়। এর মধ্যে সোমবার বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু করে কর্তৃপক্ষ। সেখানে লোকজন নিয়ে বাধা দেয় নওশের। এক পর্যায়ে তারা শিক্ষক,শিক্ষার্থীদের ওপর হামলা শ্রেণিকক্ষ ভাংচুর করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামুস কিবরিয়া প্রধান বলেন, আমাদের শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন,  শিক্ষার্থীদের কথা শুনেছি, সুষ্ঠু বিচারের আশ্বস্থ করলে তারা আন্দোলন থেকে সরে যায়।

 

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর