সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার আলীপুর দিঘীর পাঁড় এলাকার আব্দুল হান্নান ও শরীফুল ইসলাম। এদের মধ্যে আব্দুল হান্নান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীদের মধ্যে আলীপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথে সুফির বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান। পরে স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে