সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিলেন মোদি

২৭ মার্চ ২০২১

রাজা লক্ষণ সেনের আমলে প্রতিষ্ঠিত সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরার শ্যামনগরে যান মোদি।

নরেন্দ্র মোদি সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সেখান থেকে তিনি কাশিয়ানীর ওড়াকান্দিতে যাবেন। সেখানে হরিচাঁদ ঠাঁকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সব শেষে আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।


মন্তব্য
জেলার খবর