মন্তব্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়া হবে দেশের সব সিএমএইচে। এজন্য আগ্রহীদের নিকটস্থ এ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া জানানো হয়েছে। সোমবার (১৯ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঢাকার বাইরে নিকটস্থ সিএমএইচচে যোগাযোগের জন্য ফোন নম্বর হচ্ছে- বরিশাল ০১৭৬৯০৭২০৭২ ও ০১৭৬৯০৭২০৫৮, সাভার- ০১৭৬৯০৯২০৭০ ও ০১৭৬৯০৯২০৫৮, কক্সবাজার- ০১৭৬৯১০২০৭০ ও ০১৭৬৯১০২০৫৮, বগুড়া- ০১৭৬৯১১২০৭০ ও ০১৭৬৯১১২০৫৮, সিলেট ০১৭৬৯১৭২০৭০ ও ০১৭৬৯১৭২০৫৮, ঘাটাইল- ০১৭৬৯১৯২০৭০ ও ০১৭৬৯১৯২০৫৮, চট্টগ্রাম- ০১৭৬৯২৪২০৭২ ও ০১৭৬৯২৪২০৫৮, কুমিল্লা- ০১৭৬৯৩৩২০৭০ ও ০১৭৬৯৩৩২০৫৮ ,যশোর- ০১৭৬৯৫৫২০৭০ ও ০১৭৬৯৫৫২০৫৮, রংপুর- ০১৭৬৯৬৬২০৭০ ও ০১৭৬৯৬৬২০৫৮
বিডি২৪অনলাইন/এন/এমকে